প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৯:৪৯ এ.এম
ফুলগাজীতে সড়ক দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনীর ফুলগাজী বাজারের দুই পাশের সড়ক দখলমুক্ত রাখতে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আক্তার।
অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এই সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় কামরুল স্টোর এবং ব্যবসায়ী কালা চাঁদ সাহাকে দুই হাজার টাকা করে, মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আক্তার বলেন, “বাজারের পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবং জনসাধারণের চলাচলে বাধা এড়াতে ব্যবসায়ীদের রাস্তার ওপর কোনো মালামাল রাখার অনুরোধ জানানো হয়েছে। বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার, সদস্য সচিব এনামুল এনাম, এবং ফুলগাজী থানার একটি পুলিশ দলও উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin