আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনীতে শুরু হয়েছে পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম। শনিবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো— ভোটকালীন দায়িত্ব পালনে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দক্ষতা, সক্ষমতা ও পেশাগত মান আরও উন্নত করা। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যরা এতে অংশ নিচ্ছেন।
পুলিশ সূত্র জানায়, তিন দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা, ভোটকেন্দ্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং সংঘাতমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং জনগণের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রক্ষা করার কৌশলও শিখবেন।
এছাড়া নির্বাচনী সময়ের বিশেষ চ্যালেঞ্জ যেমন— ভুয়া খবর মোকাবিলা, গণজমায়েত নিয়ন্ত্রণ, এবং সংঘর্ষ প্রতিরোধে আধুনিক পুলিশিং কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী। বিশেষ অতিথি ছিলেন নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী। এ সময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ে দায়িত্বশীল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”