প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৭:৩৪ এ.এম
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে—মৃত্যুটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেলও উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin