প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৭:৩২ এ.এম
নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে শনিবার (১১ অক্টোবর) সকালে চরএলাহী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শত শত অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী এবং বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতা।
বক্তারা অভিযোগ করেন, চর এলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা।
তারা জানান, হত্যার মাস্টারমাইন্ড ফখরুল ইসলাম, যিনি জামায়াত থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তার অনুসারীরা ইসমাঈল তোতা হত্যা মামলার আসামিদের রক্ষা করার জন্য প্রায় ৬০ কিলোমিটার দূরের অন্য একটি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িয়ে বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
অভিযোগ নাকচ করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম বলেন, “অভিযোগ অনেকেই করতে পারে, আমি এই মামলা সম্পর্কে কিছুই জানি না।”
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, “বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin