প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৫:১৬ এ.এম
ঝিকরগাছায় রহস্যজনক মৃত্যু! নবনির্মিত বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আফিল পোল্ট্রি ফার্মের পেছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলে মাসুদ রানার বলে শনাক্ত করেন।
পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে ৭ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ গাজি বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin