পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজার এলাকায় অনুষ্ঠিত এই সভা ও র্যালিতে বিপুল সংখ্যক জনসাধারণ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা জাকের পার্টির সভাপতি ফলিয়র রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি আয়নাল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ জাহান আলী, জেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় শান্তি ও স্থিতিশীলতার বার্তা
সভায় প্রধান অতিথি আয়নাল হক বলেন, “জাকের পার্টি সবসময় শান্তি, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করে। সমাজে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দেশব্যাপী শান্তি, স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশে এই জনসভা আয়োজন করা হয়েছে।”
সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন রানা, তিরনইহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল রানা, বুড়াবুড়ি ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম, উপজেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মালেকুল ইসলাম, কৃষক ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রী ফ্রন্ট নেত্রী রুনা আক্তার, উপজেলা সাধারণ সম্পাদক মো. আ. আলম, মহিলা ফ্রন্ট সভাপতি জয়নাব বেগম, এবং জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভা শেষে একটি র্যালি বুড়াবুড়ি বাজার প্রদক্ষিণ করে। পরবর্তীতে বাংলাদেশসহ বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জনসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ধারাবাহিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়ার বুড়াবুড়িতে অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক জনসভা ও র্যালি।