প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৫:৪৮ এ.এম
গোপালগঞ্জে নিখোঁজ পূজা সরকারের সন্ধানে পরিবারের আকুতি

গোপালগঞ্জ পৌরসভার ব্যাংকপাড়া এলাকার ৬২৫ নম্বর হোল্ডিংয়ে বড় বোন মৌসুমী সরকার দোলা ও দুলাভাই নারু গোপাল সরকারের বাসায় বসবাসরত পূজা সরকার (১৭) নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সমাজের মানবিক ও সহৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন তার বড় বোন মৌসুমী সরকার দোলা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
জানা গেছে, চলতি মাসের ১১ মে (শনিবার) রাত আনুমানিক ৯টার পর থেকে পূজা সরকারকে তার বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে ওই রাতেই মৌসুমী সরকার দোলা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৭৯) করেন।
সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, নিখোঁজ পূজা সরকারের বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কলাপাতা (টিয়া) রঙের থ্রি-পিস। তিনি বাবু সরকার ও অঞ্জু সরকারের কনিষ্ঠ কন্যা।
পূজা সরকারের সন্ধান পেলে গোপালগঞ্জ সদর থানা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সরাসরি তার বড় বোন মৌসুমী সরকার দোলার মোবাইল নম্বর ০১৯৫৮৩৪১১২২-তে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।
পূজা সরকারকে ফিরে পেতে তার পরিবার ভীষণভাবে উদ্বিগ্ন ও শোকাহত। মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বজনরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin