রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প” এর আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয়রা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।
প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজতম মাধ্যম হলো গ্রাম আদালত। বিচারপ্রার্থীদের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতকে আরও সক্রিয়, কার্যকর ও জনবান্ধব করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, গ্রাম আদালত শুধু দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করে না, বরং গ্রামীণ জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় মানুষের জন্য এর প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।