ফেনীতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। রবিবার ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ (১ম ব্যাচ) অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনি দায়িত্বে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।