প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ১২:৩১ পি.এম
পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে “শিক্ষক পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এবং ‘শিক্ষক সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনর্নির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা শিক্ষা পরিবার ও আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সকালে শহরের সার্কিট হাউস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বেলা ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন, এবং পৌর সভাপতি জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা শিক্ষক সমাজের মর্যাদা ও দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
অন্যদিকে, জেলার ইন্দুরকানী উপজেলাতেও আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকালে র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সোহাগ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতি গঠনের কারিগর হিসেবে শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও তাদের প্রতি সামাজিক সম্মান প্রদর্শন আজ সময়ের দাবি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin