প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৭:২৩ এ.এম
এক কেজি মরিচ ৩২০ টাকা! বকশীগঞ্জে নিত্যপণ্যের দামে হাহাকার

জামালপুরের বকশীগঞ্জে টানা বর্ষণে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচা তরকারি ও নিত্যপণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষ পড়েছে ক্রয়ক্ষমতার সংকটে।
জামালপুরের বকশীগঞ্জে টানা বর্ষণের কারণে স্থানীয়ভাবে সবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বাজারে কাঁচা তরকারির দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
বর্তমানে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, মরিচের কেজি ৩০০ থেকে ৩২০ টাকা, আর ভেন্ডি, বরবটি, কচু, চিচিঙ্গা, ঝিঙা, কাঁকড়, শসা প্রভৃতি সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দরে। তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি মিলছে কাঁচা পেঁপেতে, যা পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৪০ টাকায়।
এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা, রসুন, চাল, ডাল ও পেঁয়াজের দামও। হঠাৎ এ দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।
স্থানীয় ভোক্তারা জানান, বর্ষা মৌসুমে প্রতিবারই বাজারে কাঁচা তরকারির দাম কিছুটা বাড়ে, তবে এবারের বৃদ্ধিটি অস্বাভাবিক। তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin