প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ১১:৫৭ এ.এম
পিরোজপুরে কালিগংগা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে কালিগঙ্গা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, বালু ইজারাদাররা নির্ধারিত স্থান বাদ দিয়ে ইউনিয়নের পাশ থেকে বালু উত্তোলন করছে। এর ফলে ভিটেমাটি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, পুরো ইউনিয়নটি বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।
এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, হুমায়ুন কবির, মোহাম্মদ আল-আমিন, নারী নেত্রী সোনালী রানী ও শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব এবং ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলতে থাকলে ইউনিয়নটি মানচিত্র থেকেও মুছে যেতে পারে। তারা দাবি জানান, যেখানে টেন্ডার রয়েছে কেবল সেখান থেকেই বালু উত্তোলন করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin