প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৬:৩৬ এ.এম
ফরিদপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফরিদপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে রুহুল আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর হুজুরবাড়ির খেলার মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন শহরের চুনাঘাটা এলাকার মৃত মনি প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পরপরই রুহুল আমিনের শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হক বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে রাত ৯টার দিকে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা আকারে নথিভুক্ত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin