শেরপুরে মর্মান্তিক দুর্ঘটনা: বাবার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর জেলার নকলা উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। বাবার অসুস্থতার কারণে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে তোফায়েল আহমেদ (১৬) নামের এক স্কুলছাত্র। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) সন্ধ্যা রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দরিতেঘড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল আহমেদ ওই গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি গৌড়দ্বার বি এল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফায়েলের বাবা তিন দিন ধরে অসুস্থ অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সেদিন দুপুরে তিনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন। এ সময় দীর্ঘদিন চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে ছেলেকে বলেন তিনি। বাবার কথামতো তোফায়েল চার্জার খুলতে যান।
স্থানীয় মুসুল্লিদের বরাত দিয়ে জানা যায়, আসরের নামাজের পর থেকে তোফায়েলকে আর দেখা যাচ্ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। অবশেষে পাশের বাড়ি হাবি মিয়ার বসতঘরে গিয়ে দেখা যায়, তোফায়েল অটোরিকশার চার্জারের সঙ্গে আটকে আছে।
চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে দেরি হয়ে যায়। শরীর শক্ত হয়ে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, গ্রামের অনেক পরিবারই এখন ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নির্ভরশীল। তবে সঠিক বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং চার্জিং স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।