ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে:কর্নেল মোঃমোশারফ হোসেন এর ছাগলনাইয়া পুজা মন্ডপ পরিদর্শন

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ছাগলনাইয়া পৌরসভার পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) বিকেলে তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়ার সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজা মণ্ডপের আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, “পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিজিবি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ রয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
এসময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, ৪ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মোশারফ হোসেন পূজা মণ্ডপের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে আলোচনায় নিরাপত্তার পাশাপাশি শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে উৎসবকে সম্প্রীতির উৎসবে পরিণত করার আহ্বান জানান।
উল্লেখ্য, সারাদেশের মতো ফেনী জেলাতেও দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে থেকে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে।