প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:২২ এ.এম
গোপালগঞ্জে পূজা মণ্ডপে এম. সিরাজুল ইসলাম সিরাজ: হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. সিরাজুল ইসলাম সিরাজ হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার দুপুরে তিনি শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার তুলে দেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, “আমি অতীতে হিন্দু সম্প্রদায়ের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি যতবার এ আসন থেকে নির্বাচন করেছি, ততবারই হিন্দু অধ্যুষিত এলাকা থেকে বেশি ভোট পেয়েছি। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিএনপির স্বেচ্ছাসেবকরা মণ্ডপে মণ্ডপে কাজ করছে।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সিকদার, রনজিৎ বিশ্বাস, ফুল মিয়া, আকবর হোসেন ফরাজীসহ স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন কমিটির নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত সকলে সিরাজুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন এম. সিরাজুল ইসলাম সিরাজ। তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, গত ১৭ বছরে গোপালগঞ্জে কোনো কল-কারখানা গড়ে ওঠেনি, ফলে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধানসহ এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটানো হবে।
তিনি আরও বলেন, অতীতে তিনবার তিনি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এবারও তিনি দলের আস্থা অর্জন করতে পারবেন বলে আশাবাদী। “এবার বিএনপি মনোনয়ন দিলে আমি বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো”—এমন আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি। সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin