হত্যা মামলার আসামি হলেন ছাগলনাইয়া থানার সাবেক (এসআই)মহিম উদ্দিন

ফেনীর ছাগলনাইয়া থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিন এখন কারাগারে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্যাতনের পর আবদুল্লাহ (২৭) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় এসআই মহিম উদ্দিন কয়েকদিন আগে আবদুল্লাহকে আটক করেন। পরিবারের অভিযোগ— আটক করার পর চারদিন ধরে নির্যাতনের শিকার হন আবদুল্লাহ। এর পর গুরুতর অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর আবদুল্লাহর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নির্যাতনের কারণে আবদুল্লাহর মৃত্যু হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতেই মামলাটি হত্যা হিসেবে গ্রহণ করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ছাগলনাইয়া থানার সাবেক এসআই মহিম উদ্দিনকে। ইতোমধ্যেই তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এ ধরনের ভয়াবহ অভিযোগ জনগণের আস্থায় বড় ধাক্কা দেবে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন স্থানে পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ প্রায়ই শোনা যায়। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে, যাতে ভবিষ্যতে এমন ভয়ঙ্কর পরিস্থিতি আর না ঘটে।
অপরদিকে পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো গাফিলতি হবে না। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দোষীদের বিচারের আওতায় আনা হবে।
বর্তমানে এসআই মহিম উদ্দিন ফেনীর জেলা কারাগারে রয়েছেন। মামলাটি ইতোমধ্যেই আদালতে গড়িয়েছে এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার।