প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:০১ এ.এম
বিশ্বের যেখানেই থাকুন না কেন, এবার ভোট দিতে পারবেন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রবাসীরা এবার আধুনিক প্রযুক্তির সহায়তায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এসব কথা জানান তিনি।
সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ এবং কার্যকর করা হচ্ছে। প্রবাস থেকে ভোট দিতে হলে প্রয়োজন ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করার। এই উদ্দেশ্যে খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।
তিনি আরও জানান, মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে, যা প্রতিটি ধাপে ভোট রেজিস্ট্রেশন এবং প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা দেবে। প্রয়োজনীয় তথ্য হিসেবে প্রবাসী ভোটারদের এনআইডি কার্ড, পাসপোর্টের বিস্তারিত এবং প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। ভোট প্রদানের পর খামটি পোস্ট অফিসে পোস্ট করতে হবে, যা নির্বাচনী সংস্থার প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে।
সিইসি বলেন, “আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন, ভোট দিতে আগ্রহী হন, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনের সুযোগটি গ্রহণ করতে হবে। আমরা আশা করি, সকল প্রবাসী ভাইবোন এই সুযোগটি কাজে লাগাবেন।”
তিনি আরও উল্লেখ করেন, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টাল ভোট বিডি অ্যাপ, বাংলাদেশি দূতাবাস ও অ্যাম্বাসি, ইসির ওয়েবসাইট এবং সরকারি গণমাধ্যম-এর মাধ্যমে সহজেই পাওয়া যাবে।
সিইসি বলেন, “যেমন একটি শিশু প্রথম পদক্ষেপ নেয়, ঠিক তেমনই এটি প্রবাসী ভোটের জন্য একটি ঐতিহাসিক প্রথম পদক্ষেপ। এই অভিযাত্রায় প্রবাসী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান মোবাইল এবং তথ্য প্রযুক্তির সাহায্যে ভোট প্রক্রিয়াকে সহজলভ্য ও কার্যকর করার উদ্যোগ নিয়েছি। এটি প্রথমবারের মতো নির্বাচন কমিশনের উদ্যোগ। আসুন, একসাথে নিশ্চিত করি যে, বিশ্বের যেখানেই থাকি না কেন, বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর শোনা যাবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin