প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:১৯ পি.এম
রায়পুরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন হোসেন নামে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন বাড়ি তালাবদ্ধ থাকার সুযোগে ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, প্রবাসীর পাসপোর্ট, জমির দলিল এবং মূল্যবান কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের আজগর আলী বেপারী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল হোসেন ও রুহুল আমিন গংদের সাথে তাদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধের জেরে তাদের যাতায়াতের পথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং গত রবিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমনের বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে প্রতিপক্ষ রুহুল আমিনরা আহতদের নামেই থানায় একটি মামলা দায়ের করে, যার ফলে পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কে বাড়িছাড়া ছিলেন।
হাসপাতালে স্বামীর কাছে থাকা প্রবাসীর মা খুশিদা বেগম অভিযোগ করে বলেন, "বাবা-ছেলে দুজনকেই মারধর করে আহত করেছে। আমার স্বামী হাসপাতালে, আর সেই সুযোগে প্রতিপক্ষ আমাদের নামে মামলা দেওয়ায় আমরা বাড়িতে থাকতে পারিনি। এই সুযোগেই তারা আমাদের তালাবদ্ধ ঘরে ঢুকে সবকিছু লুট করেছে।"
গণমাধ্যম কর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমার সব শেষ হয়ে গেলো। আমার ছেলের পাসপোর্ট, কষ্ট করে জমানো টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল—সবকিছু নিয়ে গেছে। আমি আপনাদের কাছে এর সঠিক বিচার চাই।"
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, "ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin