বাংলা সাহিত্যের ভুবনে এক অনন্য প্রতিভা হিসেবে স্বীকৃত লেখক ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির, ছদ্মনামে পরিচিত ইসমোনাক। আজ (৩০ সেপ্টেম্বর) এই সাহিত্যিকের ৫৮তম জন্মদিন। তাঁর জন্ম ১৯৬৭ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের সর্দার বাড়িতে। ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম সন্তান ইসমোনাক শৈশব থেকেই ছিলেন বইপ্রেমী।
শিক্ষাজীবনে তিনি সরাইলের কালিকচ্ছ পাঠশালা থেকে মাধ্যমিক, সরাইল মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছু বছর শিক্ষকতা করলেও সাহিত্যপ্রেম তাকে স্থায়ীভাবে কলমের জগতে টেনে আনে।
ইসমোনাক নামের আদ্যক্ষর দিয়ে তিনি গড়ে তোলেন এক অভিনব সাহিত্যধারা—টটোগ্রাম সাহিত্য। এর মূল বৈশিষ্ট্য হলো, গল্প-উপন্যাসের প্রতিটি শব্দই ‘ক’ বর্ণ দিয়ে শুরু হয়। প্রায় ২৪ বছরের সাধনায় আড়াই লাখেরও বেশি ‘ক’ বর্ণযুক্ত শব্দ সংগ্রহ করে তিনি এই চর্চাকে প্রতিষ্ঠিত করেছেন।
ইতোমধ্যে তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে—
কেষ্ট কবির কষ্টগুলো (২০১০): প্রায় ৭ হাজার ‘ক’ শব্দ।
কেষ্ট কবির কনফারেন্স (২০১৩): ১০ হাজার ‘ক’ শব্দ।
কেষ্ট কবি (২০১৬): আরও প্রায় ১০ হাজার ‘ক’ শব্দ।
এই তিন গ্রন্থে ব্যবহৃত শব্দসংখ্যা দাঁড়ায় প্রায় ২৭ হাজার। ‘কেষ্ট কবি’ চরিত্রটি নিপীড়িত মানুষের প্রতীক হয়ে পাঠকের হৃদয়ে জায়গা করে নেয়। তাঁর এই অভিনব রচনাশৈলী সাহিত্য মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সমালোচকরা একে বাংলা সাহিত্যের এক বিরল অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
আজ জন্মদিনে ভক্ত ও পাঠকরা ইসমোনাককে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আশা করছেন ভবিষ্যতেও তাঁর কলম বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।