প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:৪৬ এ.এম
রাজবাড়ীতে ‘আমরা সনাতনী যুবক’-এর উদ্যোগে শারদ উপহার বিতরণ

রাজবাড়ীতে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শারদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেছে মানবিক সংগঠন ‘আমরা সনাতনী যুবক’।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর বারোটায় জেলা শহরের ভাজনচালা শীতলা কালীমন্দির প্রাঙ্গণে এ শারদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা, সমন্বয়ক রাজেশ দাস, সুমন দাস, অনিক দাস, রতন দাস, সদস্য পরিমল সরকার, গৌরাঙ্গ সরকার, মাধব সরকারসহ অন্যান্য সদস্যরা।
প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা জানান, ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে ‘আমরা সনাতনী যুবক’ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবসেবার কাজ করে আসছে। ঈদ, দুর্গাপূজাসহ নানা উৎসব ও দুর্যোগে তারা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এবং স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিপ্লব সাহা আরও বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। রাজবাড়ীর সাধারণ মানুষ জানেন, আমরা সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এই উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের হাতে শাড়ি তুলে দিয়ে এক উষ্ণ সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দেয় ‘আমরা সনাতনী যুবক’।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin