প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:০৮ এ.এম
ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে নিজের কন্যাকে ধর্ষণের দায়ে আদালত এক বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটা ১৫ মিনিটের দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে বাবার অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে।
বিচারক রায় ঘোষণা করার সময় বলেন, “সন্তানকে যৌন নিপীড়নের মতো নিকৃষ্ট অপরাধের কোনো বিচার নেই। আদালত আইনের সর্বোচ্চ দণ্ডে অভিযুক্তকে দণ্ডিত করেছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হবে এবং আইন অনুযায়ী কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin