প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৮:৪০ এ.এম
শুটিংয়ের নাম করে রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণ, আটক ১৮

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই মডেল নিজেই থানায় মামলা দায়ের করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে উপজেলার একটি রিসোর্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুই নারীকে দণ্ডবিধির ২৯০ ধারায় অপরাধের জন্য, দুজনকে ওয়ারেন্ট মূলে এবং সরকারি সম্পদ ধ্বংস, নষ্ট, আত্মসাৎ, পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে হুমকি-ধমকির মতো অভিযোগে বাকিদের আটক করা হয়েছে।
ওসি আরও জানান, ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।
এদিকে মামলার তদন্ত চলাকালে রিসোর্টটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin