প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:৪৬ এ.এম
শিক্ষা উন্নয়নে ছারছীনা মাদ্রাসায় বোর্ড চেয়ারম্যানের দিকনির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক পিরোজপুরের নেছারাবাদের শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন। তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে বিভিন্ন সভায় অংশ নেন।
এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের সম্মানে ছারছীনা জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে সম্মাননা স্মারক ও দরবার শরীফ থেকে প্রকাশিত বই উপহার প্রদান করা হয়। এছাড়াও জুলফিকার হামদ-না’ত ও গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ অতিথিবৃন্দদের সম্মানে হামদ-না’ত ও শুভেচ্ছা সংগীত পরিবেশন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আফসারীসহ ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দসহ অনেকে।
পরে ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার সভা কক্ষে শিক্ষকদের উপস্থিতিতে বোর্ড চেয়ারম্যানের এক পরামর্শসভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin