প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:৪৯ এ.এম
শিশু তায়েবা হত্যার প্রতিবাদে সখিপুরে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু তায়েবার হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় সখিপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করেন, যদি দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হয়, তবে এ ধরনের নৃশংস ঘটনা পুনরায় ঘটতে থাকবে।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দুই দিন আগে বুধবার বিকেল থেকে শিশু তায়েবা নিখোঁজ ছিল। নিহত তায়েবা ওই এলাকার টিটু সরদারের কন্যা এবং স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া তায়েবা আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। একই সঙ্গে এলাকাজুড়ে মাইকিং ও পোস্টারিং করা হলেও শিশুর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে পুনরায় খোঁজার সময় মেসবাহউদ্দীনের বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পান স্থানীয়রা। ভিতরে তাকালে তায়েবার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসি নিশ্চিত করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin