প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৪:৩৪ এ.এম
মহেশপুরে পিয়ার পদ্ধতি সহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কলেজ ষ্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর ডাকবাংলো মাঠে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন অপরিহার্য। নির্বাচন পদ্ধতির সংস্কার না হলে আবারও দেশে স্বৈরশাসনের আবির্ভাব ঘটতে পারে।”
এসময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। তাঁর বক্তব্যে উঠে আসে, জাতির ইতিহাসে যারা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আত্মদান করেছেন, তাদের ত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সনদ প্রণয়ন জরুরি।
সমাবেশে বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর ৫ দফা দাবির মধ্যে অন্যতম হলো স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, রাজনৈতিক নির্যাতন বন্ধ, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং শহীদ পরিবারের সম্মান সংরক্ষণ। বক্তৃতার শেষে অধ্যাপক মতিয়ার রহমান সকল জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin