জাতীয় নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার উদ্যোগে টিএ রোডস্থ জেলা কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভকারীরা জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার দাবি করেন। এছাড়া বিচার চলাকালীন উল্লিখিত দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক মাহফুজুর ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম। এছাড়াও জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক এম আবু হানিফ নোমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন বক্তব্য রাখেন।
এদিকে একই দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বাদ আছর জেলা শহরের টেংকেরপাড় হতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি খন্দকার আ: আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহসিনুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার নির্বাহী সভাপতি মাও মনিরুল ইসলাম খন্দকার, জেলা শাখার সাধারন সম্পাদক তাজুল ইসলাম,জেলা যুগ্ন সম্পাদক আবু ইউসুফ মাহমুদি প্রমুখ।