প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১:২৪ পি.এম
গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ জেলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন”, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “ঝটিকা মিছিল ও গুপ্ত হামলার” প্রতিবাদসহ দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানে এ কর্মসূচি আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন স্থান থেকে হাজারো ছাত্র ও জনতা এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরে শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন করেন। মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “দেশে অস্থিতিশীলতা তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে।” তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন জরুরি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। এছাড়া জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা সেক্রেটারি আল মাসুদ খানসহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। তাই তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে। কর্মসূচি সফল করতে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করেছে—অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা ঐক্যবদ্ধ।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কর্মসূচি রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin