জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবিতে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন বি আর ই এল কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রাজবাড়ী জেলা আমির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আজাদী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। সেখানে নেতাকর্মীরা আবারও সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত করতে হলে পিআর পদ্ধতি চালু করা অপরিহার্য। তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ সময় বক্তারা আরও দাবি জানান—
ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী, জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাঈয়েদ আহমেদ, সাবেক কর্মপরিষদ সদস্য ডা. ইউনুস আলী মোল্লাসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াত এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন জোরদার করেছে। এতে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হওয়ার সম্ভাবনা রয়েছে।