নকলায় পূজা মন্ডপে জি,আর এর চাল বিতরণ

নকলা (শেরপুর), ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় সরকারিভাবে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় ২০টি পূজা মণ্ডপে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ চাল হস্তান্তর করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম জানান, প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে মোট ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ পূজা উদযাপনের প্রয়োজনীয় ব্যয়ভার সহায়তায় ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে জিআরসহ নানা সহায়তা দেওয়া হয়। শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বড় সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব; স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করলে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে। জিআর চাল বিতরণকে তাঁরা সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন।
এদিন সকালেই পূজা উদযাপন কমিটির সঙ্গে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের মতবিনিময় সভা হয়। সভায় তিনি উৎসব কেন্দ্রিক যেকোনো নাশকতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান এবং প্রতিটি মণ্ডপে প্রতিদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার ওপর জোর দেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী টিম, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়।
প্রসঙ্গত, জিআর হলো দুর্যোগ ও বিশেষ উপলক্ষ্যে অসহায় মানুষের সহায়তা এবং জনস্বার্থে তাৎক্ষণিক ব্যয় মেটাতে সরকারের একটি সামাজিক সুরক্ষা উদ্যোগ। পূজা-পার্বণের সময় মণ্ডপভিত্তিক এই সহায়তা মিললে নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয়যার সুফল ভোগ করেন সব শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় প্রশাসনের সমন্বিত তত্ত্বাবধানে বরাদ্দকৃত চাল বিতরণ শেষ হলে মণ্ডপগুলোর প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করেন। জেলা-উপজেলার দায়িত্বশীল দফতরগুলোও জানান, বরাদ্দের সুষম ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে।
কীওয়ার্ড: নকলা, শেরপুর, জিআর চাল, দুর্গাপূজা, পূজা মণ্ডপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও আনোয়ার হোসেন শামীম, ওসি হাবিবুর রহমান, সিসিটিভি, আইনশৃঙ্খলা, সামাজিক সুরক্ষা