জামালপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে নিজেকে ATN News-এর সিনিয়র রিপোর্টার পরিচয়দানকারী ভূয়া সাংবাদিক রকিবুল হাসানকে আটক করেছে।
পুলিশ জানায়, আটক রকিবুল হাসানের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ ও সদর থানায় দুটি মামলা দায়ের করা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের ভূয়া সাংবাদিকদের চিহ্নিত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা গেলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে।
জানা যায়, রকিবুল হাসানকে দ্রুততম সময়ে পুলিশ কার্যালয়ে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল থেকে স্বস্তির প্রকাশ করা হয়েছে।