প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:১১ এ.এম
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান : ডা. জাহিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির এই নেতা জাতীয় নেতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন, যেখানে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন জানান, বিএনপি ১৮ মাস আগ থেকেই আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে না। তিনি জানান, শিগ্রই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
ডা. জাহিদ বলেন, “নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা এবং বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।”
এছাড়া তিনি নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলাকে আওয়ামী লীগের প্রতিহিংসাপূর্ণ রাজনীতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন।
ডা. জাহিদ হোসেনের এই মন্তব্য রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin