প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৬:০৩ এ.এম
যুক্তরাষ্ট্রের কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “বাংলাদেশ এখন সংস্কার, স্থিতিস্থাপকতা ও প্রবৃদ্ধির পথে এগোচ্ছে। মার্কিন ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে পারেন।”
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। এতে মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, তেল-গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। “নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। তখন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সুসম্পর্ক গড়ে তুলতে এই পরিচয় গুরুত্বপূর্ণ,” বলেন শফিকুল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ মার্কিন ব্যবসায়ী নেতারা।
এই বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আগ্রহ বাড়বে বলেই আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin