প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:০৩ এ.এম
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেফতার

রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গুলশান অন কমিউনিটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, “সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।”
ডিএমপি সূত্রে জানা গেছে, অজয় কর খোকনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের হয়েছে এবং তার সম্পৃক্ততা নিয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। এ ধরণের গ্রেপ্তারি পদক্ষেপ আইন ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।
ডিবি এই বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত নেতাকে আদালতের মাধ্যমে সামনের আইনানুগ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin