প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:১৯ এ.এম
সুইডেনে রাতের আঁধারে মসজিদে আগুন

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ আগুনে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় সংবাদমাধ্যম সুইডিশ হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড জানান, “আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।”
প্রাথমিকভাবে ভবনটি একটি গির্জা ছিল, পরে এটি মসজিদে রূপান্তরিত করা হয়। হেসেলগার্ড আরও বলেন, “ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।”
আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স জানান, “ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin