গোপালগঞ্জে মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক হাইস্কুল আযান, কেরাত ও সিরাত প্রতিযোগিতা-২০২৫। গত শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজনে মোট ১২টি হাইস্কুল থেকে ২৯৮ জন শিক্ষার্থী প্রাথমিক পর্বে প্রতিযোগিতা করেন। সেখান থেকে নির্বাচিত ৮১ জন শিক্ষার্থী মূল পর্বে অংশ নেন। বিচারকদের মূল্যায়নে গ্রুপ ক ও খ থেকে সেরা ১০ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. কামরুজ্জামান শিকদার (কামাল) এবং অতিথিবৃন্দ। উপস্থিত বক্তারা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা জাগিয়ে তুলবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাতারের ইমাম হাফেজ মাওলানা নিয়াজ মুহাম্মদ রিফাত। পরে নাতে রাসূল পরিবেশন করেন মাওলানা সাঈদুজ্জামান নূর (কলরব)। একে একে বক্তব্য রাখেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ, মুফতি মুরতাজা হাসান, মাওলানা নাসির আহমাদ, অ্যাডভোকেট আজমল হোসেন সরদার এবং ফাউন্ডেশনের সভাপতি কামরুজ্জামান শিকদার কামাল।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান জে.কে ইন্ডাস্ট্রিজ গ্রুপের ধারাবাহিক সমর্থনে দিনব্যাপী প্রতিযোগিতাটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তবে আনন্দঘন পরিবেশে কিছুটা অস্বস্তির সৃষ্টি হয়, যখন অতিথিদের সামনে থেকে শাহ আলম কিরণকে অনুষ্ঠানস্থল থেকে নিয়ে যাওয়া হয়। অতিথিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “মসজিদ ধর্মীয় নিরাপত্তার স্থান, অথচ এখান থেকে কাউকে রাজনীতির কারণে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক।”
সবশেষে মুফতি মুহিব্বুল হক্বের দোয়ার মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হয়। উপস্থিত সবাই মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের এই উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানান।