প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:২৫ এ.এম
রাসুল (সা.)-এর শিক্ষা মানবতার মুক্তির পথ: সিরাত অলিম্পিয়াডে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিক অবক্ষয় ও ধর্মীয় দ্বন্দ্বের এ সময়ে রাসুল (সা.)-এর সিরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। রাজধানীতে সিরাত অলিম্পিয়াড-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির বিকাশ মানুষের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে নৈতিক অবক্ষয়, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য, সন্ত্রাসবাদ ও ধর্মীয় দ্বন্দ্বও বেড়েছে। এ পরিস্থিতিতে রাসুল (সা.)-এর সিরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সিরাত অলিম্পিয়াড-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ধর্মীয় সংঘাত আজকের পৃথিবীর অন্যতম বড় সমস্যা। রাসুল (সা.) মদিনায় ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের নিয়ে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, যেখানে সবার ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়েছিল। তার শিক্ষা হলো আন্তঃধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার প্রকৃত ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী। আরও বক্তব্য রাখেন শাইখ মুখতার আহমাদ, শাইখ রেজাউল করিম আবরার, শাইখ সিফাত হাসান, শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, শাইখ ড. আবুল কালাম আজাদ বাশার, শাইখ ফখরুদ্দিন আহমাদ, শাইখ নাসিরুদ্দিন হেলালী, শাইখ মুফতি সাইফুল ইসলাম, শাইখ আব্দুল হাই সাইফুল্লাহ প্রমুখ।
পরে উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন।
সিরাত অলিম্পিয়াডে প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে তিনটি গ্রুপে বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে মোট ৩০ জনকে চূড়ান্ত বিজয়ী করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin