গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রা শুরু করলো আধুনিক সুপার শপ “কোটালীপাড়া সুপার শপ”।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘাঘর বাজার থানা মার্কেটে অবস্থিত এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।
সুপার শপটিতে বেবীশপ থেকে শুরু করে পোশাক, কসমেটিকস, কনজিউমার প্রোডাক্টস, পাদুকাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬৮৪টি পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন শেখ জানান, শিগগিরই মাছ, মাংসসহ কাঁচা বাজারের পণ্যও যুক্ত করা হবে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই শপটি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার আওতায় থাকবে। ক্রেতাদের সুবিধার্থে শপটি সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার অর্ধদিবস খোলা থাকবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র সহসভাপতি ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপি সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, আমির জামায়াতে ইসলামী ছলেমান গাজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, এসআই মামুনুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, লায়েকুজ্জামান শেখ, আব্দুল কাইয়ুম হাওলাদার, মাওলানা মাহাদী হাসান, হাফিজুর রহমান ও আব্দুর রহমানসহ অনেকে অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।