প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৭:৫৭ এ.এম
রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গত রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটায়। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে সুযোগ নিয়ে দুর্বৃত্তরা প্রতিমাটি ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে মণ্ডপ ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে তারা জানিয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin