প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:১৮ পি.এম
বিশ্বসেরা গবেষকের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক-শিক্ষার্থী

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন গবেষক।
তালিকায় স্থান পাওয়া গবেষকরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।
তাদের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এই অর্জন প্রমাণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চমানের গবেষণা কার্যক্রমে অবদান রেখে চলেছেন এবং বিশ্বসেরা গবেষণার ক্ষেত্রে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাদের এই অসামান্য সাফল্য আমাদের শিক্ষা ও গবেষণার অঙ্গণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণায় অনুপ্রাণিত করবে।”
উপাচার্য আরও জানান, বর্তমান প্রশাসন গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে, বিশ্বসেরা গবেষকের স্বীকৃতি পাওয়া এই তিনজন আগামী দিনে গবেষণার জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও বৃদ্ধি করবেন।
উপাচার্য বিশ্বাস করেন, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষককে গবেষণায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin