নীলফামারী সদরের চড়চড়াবাড়ি দারুস সুন্নত আলিম মাদ্রাসায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও সীরাতুন্নবী (সা:) উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহেশ শাফী সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল হান্নান মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, “আমরা যদি বিশ্বনবীর দেখানো পথ অনুসরণ করি তবে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব।” তিনি নবাগত শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তাদের মাদ্রাসার সুনাম রক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল্লাহেশ শাফী সরকার বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শই মানবতার পথপ্রদর্শক। শিক্ষার্থীরা যদি এই আদর্শে অনুপ্রাণিত হয়, তবে সমাজে সত্যিকারের আলো ছড়াতে পারবে।” তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং বলেন, “ফুল যেমন বাগানের সৌন্দর্য, শিক্ষার্থীরাই তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য।”
অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি নবাগত শিক্ষকরাও ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাগত শিক্ষক রুহুল আমীন। এসময় মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রভাষক শিক্ষক ও শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।