প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১৪ এ.এম
পালংখালী সীমান্তে ৩০হাজার পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারী

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ সফল অভিযান পরিচালনা করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি এলাকায় বিশেষ টহলদল পাঠিয়ে মাদকবিরোধী অভিযান চালায়।
সূত্র জানায়, ওই সময় মায়ানমার থেকে বাংলাদেশে অনধিকার প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে দেখা যায়। বিজিবি সদস্যরা তল্লাশীর জন্য এগিয়ে গেলে চোরাকারবারী দ্রুত ঘন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
উখিয়া ব্যাটালিয়নের কর্মকর্তারা পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি রঙিন লুঙ্গিতে মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী তিনটি মোড়কে মোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। চোরাকারবারীকে গ্রেফতারের জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাকে ধরা যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পলায়নকৃত চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত সুরক্ষা ও মাদক দমন কার্যক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin