প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১২ এ.এম
পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব

আসন্ন নির্বাচনে প্রস্তাবিত প্রতিশ্রুতিমূলক নির্বাচন ব্যবস্থা (পিআর) নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট নেওয়া হবে—এই সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দলগুলোর হাতে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।”
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংস্থাটির জরিপ অনুযায়ী, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম সম্পর্কে দেশের ৫৬ শতাংশ মানুষ জানে না। যারা জানে, তাদের মধ্যে ২১.৮ শতাংশ মানুষ পিআর সমর্থন করে এবং ২২.২ শতাংশ মানুষ পিআর চায় না।
জরিপে মোট ১০,৪১৩ জন অংশ নেন। এর মধ্যে ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে।
তবে জরিপে দেখা গেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো ভোট ব্যবস্থা এবং নির্বাচন আয়োজনের সক্ষমতা সম্পর্কে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব পোষণ করে।
জরিপ সংস্থা ইনোভেশন বলেছে, দেশের ভোটারদের মধ্যে নির্বাচন পদ্ধতি ও নিরপেক্ষতার বিষয়ে তথ্যের অভাব স্পষ্ট। এটি আগামী নির্বাচনের পরিকল্পনা ও গণমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin