ফেনী জেলার ফুলগাজী উপজেলার ০৫ নং আমজাদহাট ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে তৃণমূলেই গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি দৃঢ় হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার। এ ছাড়া ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ যোগ দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ের সব কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলের শক্তি গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। নতুন কার্যালয় স্থানীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।
এই কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা অংশ নেন এবং অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়বে।