প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৯:৪৫ এ.এম
দুর্গাপূজা উপলক্ষে বুধবার মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে পুরো দেশে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার ঘটনা অনেক কম। যারা প্রতিমা ভেঙেছে, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করবেন।”
উপদেষ্টা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য বিষয়েও সরকার সতর্ক। মাদক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, “বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে, কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ প্রবাহিত হচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে প্রচুর পরিমাণ মাদক ধরা পড়ছে, ফলে মাদকের দামও বেড়ে গেছে।”
কৃষক সংকটের বিষয়েও সতর্কবার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “সারা দেশে কৃষক তাদের আলুর ন্যায্য দাম পাচ্ছে না। যদি তারা আগামীতে আলু চাষ না করেন, তাহলে বাজারে আলুর দাম আরও বেড়ে যাবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যগুলোকে প্রতিফলিত করছে সরকারের পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও কৃষি বাজার স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin