প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৫:৫৭ এ.এম
শিবচরে আলোচিত রাকিব হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব হত্যা মামলার দুই আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি চৌকস দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিবচর পৌর এলাকায় প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবরকে। এ ঘটনায় নিহতের চাচি পারুল আক্তার বাদী হয়ে ২২ জনকে এজাহারনামীয় আসামি এবং ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের ধরতে র্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবচর উপজেলার চরস্যামাইল গ্রামের খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) এবং কেরানিবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা মূলে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin