শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই রূপরেখা বাস্তবায়নে মাঠপর্যায়ে জনগণের সাথে যোগাযোগ জোরদার করতে এ আয়োজন করা হয়।
দৌলতপুর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদীন প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট হাতে তুলে দিয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখা, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মতো মৌলিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। লিফলেট বিতরণের মাধ্যমে এসব বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে সচেতনতা বৃদ্ধি করাই তাদের উদ্দেশ্য।
উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা রূপরেখা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মনোহরদীর এই কর্মসূচি ছিল তারই অংশ, যা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে বলে জানান আয়োজকরা।