রাজবাড়ীর কেন্দ্রীয় হরিসভা মন্দিরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে নতুন পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় এই ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, যা আগামী তিন বছর (২০২৫-২০২৮) মেয়াদে দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে জয়দেব কর্মকারকে সভাপতি এবং বেনু দত্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ১১ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বমোট ৬০ জন সাধারণ সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশিত হয়।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জয়দেব কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীকান্ত বিশ্বাস রাহুল। সভায় উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বানী, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সদস্য কৃষ্ণ কর্মকারসহ হরিসভা মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় অনিন্দিতা গুহ বানী জানান, “সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় যত দ্রুত সম্ভব মা দুর্গার বিসর্জন দেওয়া হবে।” একইসঙ্গে তিনি পূজা উদযাপনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার বলেন, “কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সার্বিক উন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করব।” সভাপতি জয়দেব কর্মকার বলেন, “মন্দিরের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব।”
সভায় সিনিয়র সহ-সভাপতি শ্যামল পোদ্দার, যুগ্ম সম্পাদক শুকান্ত শীল, উজ্জ্বল সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানানো হয়।