প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১০:২৮ এ.এম
শেরপুরে কৃষকের গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি,আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘর ভেঙে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, ঘটনার রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, ৫টি গরুই নেই। এ সময় দেখা যায় গোয়ালঘরের জানালার নিচে সিদ কেটে প্রবেশের চিহ্ন। চোরচক্র সেই ফাঁক দিয়ে প্রবেশ করে গরুগুলো নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
স্থানীয়রা জানান, এর আগে আশেপাশে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও একসঙ্গে এত বড় গরু চুরির ঘটনা দীর্ঘদিনে ঘটেনি। ফলে কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের অনেকেই রাতে পাহারার ব্যবস্থা করার কথা ভাবছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, চুরি যাওয়া গরু উদ্ধারে এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
বাংলাদেশে গরু চুরি বরাবরই একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা যায়। গ্রামীণ কৃষকের প্রধান সম্পদ গরু। এটি শুধু পরিবারের আয়ের উৎস নয়, কৃষিকাজের অন্যতম প্রধান শক্তি। ফলে একসঙ্গে একাধিক গরু চুরি হয়ে যাওয়া কৃষকের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা প্রায়ই আর্থিক সংকটে পড়েন।
গ্রামের মানুষ আশা করছেন—দ্রুত অপরাধীরা ধরা পড়বে এবং চুরি হওয়া গরুগুলো মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin