প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১:০৯ পি.এম
গোপালগঞ্জে ৭ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের কারিগরি শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করে চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, বহুদিন ধরে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি, তাই বাধ্য হয়ে এই আন্দোলনে নামতে হয়েছে।
শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে—
১. কারিগরি ডিগ্রির জাতীয় স্বীকৃতি নিশ্চিতকরণ।
২. সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন।
৩. আধুনিক ল্যাব ও সরঞ্জাম সরবরাহ।
৪. বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি চালু।
৫. চাকরিতে কারিগরি ডিগ্রিধারীদের জন্য কোটা নিশ্চিতকরণ।
৬. বৃত্তি ও ভাতার পরিমাণ বৃদ্ধি।
৭. সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
অবরোধস্থলে শিক্ষার্থী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় এক মাইলজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি দীর্ঘসময় আটকে পড়ে, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, “দাবি যৌক্তিক হলেও মহাসড়ক অবরোধে মানুষ চরম দুর্ভোগে পড়ছে।”
আরেক যাত্রী অভিযোগ করেন, “খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলাম, কিন্তু দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি।”
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin